নিউজ ডেস্ক : মাওয়া ফেরিঘাট আজ বৃহস্পতিবার শিমুলিয়ায় স্থানান্তর হচ্ছে। গতকাল বুধবার থেকে ঘাট স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই মাওয়াঘাটের এক নম্বর ফেরিঘাটের পন্টুন ও লঞ্চঘাটের ১টি পন্টুন সরিয়ে নতুন ঘাট শিমুলিয়ায় স্থাপন করা হয়েছে।
আজ দুপুরের মধ্যে বাকি ২টি ফেরিঘাটের পন্টুন ও লঞ্চঘাটের অপর পন্টুনটি সরিয়ে নতুন ঘাট শিমুলিয়ায় লাগানো হবে। এরপর নতুন ঘাট থেকে চলবে পারাপার।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদির দুপুরে এ ঘাটের উদ্বোধন করার কথা রয়েছে। এর মধ্য দিয়ে কর্মব্যস্ততা থেমে যাবে। মাওয়া ঘাটের ২৮ বছরের পারাপারের অবসান ঘটবে। আর ২০১৮ সাল থেকে মাওয়ার পদ্মা সেতুর ওপর দিয়েই চলবে যানবাহন।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আব্দুস সালাম জানান, বুধবার ঘাট স্থানান্তরের প্রস্তুতি শুরু করেছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বুধবার মাওয়া ১ নম্বর ফেরি ঘাটের পন্টুনটি নতুন শিমুলিয়া ঘাটে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া লঞ্চঘাটের একটি পন্টুনও সরিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে স্থাপন করা হয়েছে। বাকি পন্টুনগুলো খুব দ্রুত সরিয়ে নেয়া হবে। এতে যাত্রী পারাপারে তেমন কোনো অসুবিধা হবে না।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শিমুলিয়ার নতুন ঘাট এলাকা পরিদর্শন করেন। মাওয়ার প্রায় দু’কিলোমিটার পূর্বদিকের এই শিমুলিয়া ঘাটের কাজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকার মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউজে ঘাট সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন।
নতুন এ ঘাটে সড়ক পথে ঢাকা-মাওয়ার দূরত্ব ২ কি.মি. বাড়লেও নৌপথে এ দূরত্ব কিছুটা কম হবে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকার জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শিমুলিয়া ঘাটের সংযোগ সড়ক পুরোপুরি সম্পন্ন হতে আরো কয়েক দিন লাগবে। এরপরও একপাশ দিয়ে যান চলবে আর অপর পাশ দিয়ে রাস্তার উন্নয়ন হবে-এমনভাবে শিমুলিয়া ফেরিঘাট চালু করা হচ্ছে।
তিনি বলেন, ‘মাওয়া থেকে শিমুলিয়া ঘাটের মান আরো ভাল হবে এবং কাজ অনেক সুন্দর হবে। তাই এ ঘাট দিয়ে যাত্রী পারাপারও হবে স্বাচ্ছন্দের।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, দেশের অন্যতম প্রধান ফেরিঘাট ‘মাওয়া ফেরিঘাট’ শিমুলিয়ায় স্থানান্তরে যাত্রীদের কোনো রকম সমস্যা হবে না। বরং আগের চেয়েও ভালো সার্ভিস দেয়া যাবে।