স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা যখন মেসিকে নিয়ে উল্লাসে মাতোয়ারা, তখন শত শত মাইল দূরে একই চিত্র আরেক আর্জেন্টাইনকে ঘিরেও। মেসির হ্যাটট্রিকের রাতে হ্যাটট্রিক করেছেন তার আর্জেন্টিনা দলের সতীর্থ আগুয়েরোও।
বুধবার আপোয়েলের বিপক্ষে মেসির করা হ্যাটট্রিক ছিল অন্যরকম মাত্রার। এদিনই যে রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতার আসনে বসেছেন তিনি। তবে ইতিহাস গড়ার মতো কোন ঘটনা জড়িয়ে না থাকলেও ম্যানচেস্টার সিটির কাছে যে আগুয়েরোর হ্যাটট্রিক মেসির কীর্তির সমমূল্যের!
কারণ আগুয়েরো হ্যাটট্রিক না করলে যে তাদের হারতে হতো বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও তাদের আশার আলো নিভে যেত একেবারেই। দলের প্রয়োজনে এমন দুরন্ত হয়ে ওঠাতো আর চাট্টিখানি কথা নয়।
ম্যানচেস্টার সিটি তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও মনে করেন সার্জিও আগুয়েরো বিশ্ব সেরা স্ট্রাইকারদের একজন। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে কণ্ঠ মেলানোর লোকের হয়তো অভাব হবে না। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সেরা স্কোরারদের তালিকাই যে সেই সাক্ষী দিচ্ছে। ম্যানসিটির আর্জেন্টাইন তারকা স্ট্রারকার এখন ইপিএলের সেরা স্কোরার ।
‘বর্তমানে প্রিমিয়ার লিগের সেরা স্কোরার তিনি। যেভাবে গোল করে যাচ্ছেন তাতে মেসি-রোনালদোর সঙ্গে পাল্লা দিতে পারেন। তাদের মতো একই গুনগত মান বজায়ে রেখেই তিনি এগিয়ে যাচ্ছেন।’ জানালেন ল্যাম্পার্ড।
তবে এভাবে চালিয়ে যাওয়াটা কঠিনই মনে করেন আগুয়েরোর এই সতীর্থ, ‘তবে এটা তার হাতেই। এভাবে খেলে যেতে পারলে মেসি কিংবা রোনালদোর সঙ্গে একই বন্ধনীতে আবদ্ধ হবেন তিনি। সম্পাহের পর সপ্তাহ এভাবে চালাতে পারলে লোকজনও তাকে মেসি রোনালদোর মতো করেই দেখবে।’
‘আমি মেসি কিংবা রোনালদোর সঙ্গে খেলিনি। তবে আমি জানি যে আগুয়েরো সেই মানেরই। দ্রগবাকে দেখেছি কাছ থেকে। আমার দৃষ্টিতে তিনি সেরা স্ট্রাইকার। অবশ্য আগুয়েরো ও দ্রগবার তুলনা করা যাচ্ছে না। কারণ তাদের খেলার ধরন সম্পূর্ণ আলাদা। এখানে আসার পর থেকেই আমি বলে আসছি আগুয়েরোর গতি আর নিঁখুত ফিনিশিং অসাধারণ। এমন একজন খেলোয়াড় থাকলে খেলাটা সহজ হয়ে যায়।’
আগুয়েরোকে পেয়ে আনন্দিত সাবেক চেলসি তারকা ল্যাম্পার্ড। তিনি মনে করেন বিশ্বসেরা স্ট্রাইকাররা খেলায় পার্থক্য গড়ে দিতে পারেন। বায়ার্নের ম্যাচে জয়ের নায়ক আগুয়েরো সম্পর্কে তিনি বললেন, ‘সেরা স্ট্রাইকাররা জয় সহজ করে দেয়। বায়ার্ণের বিপক্ষে তিনি সবগুলো সুযোগের শতভাগ ব্যবহার করেছেন।’