ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ে সিরিজের পরই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২৭, ২০১৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

Sakib-Al-hasanস্পোর্টস ডেস্ক : অশোভন আচরনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছিল বিসিবি। সেটা পুরনো খবর। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরেই স্বরূপে বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে বিদেশী লীগে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সাকিবের ওপর সেটাও তুলে নিতে বিসিবির কাছে আবেদন করেছিলেন তিনি।
এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানায়নি বিসিবি। চলতি জিম্বাবুয়ে সিরিজের পরই বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ধানমন্ডিতে নিজের ব্যাবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, বিদেশি লিগে খেলার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা তুলে নেওয়ার ব্যাপারে কয়েকদিন আগে সাকিব বিসিবির কাছে আবেদন করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড মিটিংয়ে। জিম্বাবুয়ে সিরিজের পরই বোর্ডের মিটিং রয়েছে এবং আশা করি ওই মিটিংয়েই সাকিবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।