বিনোদন ডেস্ক : গত ৬ নভেম্বর সেন্সরবোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছে চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানা গিয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, চাষী নজরুল ইসলাম, শিরীন বকুল, শিরীন আলম, সম্র্রাট, ফারজানা রিক্তা, শিমুল খান, সোহান খান, তুষার খান প্রমুখ।
ছবিটি মুক্তি দেয়া প্রসঙ্গে অভিনেতা সম্রাট বলেন, ‘আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু ইস্তেমা, বিশ্বকাপ ও এসএসসি পরীক্ষার কারণে তা আর সম্ভব হচ্ছে না। তাই মার্চের প্রথম দিকেই দর্শকরা কার্তুজ দেখতে পারবেন।’
এদিকে ছবিটি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। আশা করি গল্প ও চরিত্রগুলো দর্শক গ্রহণ করবে।’
উল্লেখ্য, বাপ্পারাজের গল্পে ‘কার্তুজ’ ছবিটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ‘রাজলক্ষ্মী’ টেলিফিল্মস।