বিনোদন ডেস্ক : সপ্তাহ ঘুরে প্রেক্ষাগৃহগুলোতে আবারো মুক্তি পেতে যাচ্ছে নতুন ছবি। এর মধ্যে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘এক কাপ চা’ এবং মোহাম্মদ জাকির হোসেনে পরিচালিত ‘চার অক্ষরের ভালোবাসা’ ছবি দুটি।
এক কাপ চা : তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় প্রায় চার বছর আগে ‘এক কাপ চা’ ছবিটির শ্যুটিং শুরু হয়। ফেরদৌস-মৌসুমী জুটির এই ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা। ছবিটির গল্প লিখেছেন ‘হঠাৎ বৃষ্টি-খ্যাত’ পরিচালক বাসু চ্যাটার্জী। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন ফেরদৌস।
ছবির গল্পে দেখা যাবে, লাইব্রেরিয়ান মৌসুমীর (দীপা) প্রেমে পড়েন কলেজের ইংরেজির অধ্যাপক ফেরদৌস (শফিক)। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেন না। একপর্যায়ে ঠিক করেন, মৌসুমীকে ভালোবাসার কথা জানিয়েই দেবেন। এরপরও এ নিয়ে তাকে বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হয়।
ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, আলমগীর, ইমন, নিপুণ প্রমুখ।
চার অক্ষরের ভালোবাসা : প্রায় তিন বছর পর মোহাম্মদ জাকির খান পরিচালিত ‘চার অক্ষরের ভালোবাসা’ ছবির মাধ্যমে বড়পর্দায় মুখ দেখাতে যাচ্ছেন পপি। সঙ্গে রয়েছেন চিত্রনায়ক নিরব।
ছবিটির গল্পে দেখা যাবে, নিরব অনাথ ছেলে। পপিদের বাড়িতে আশ্রয় পেয়ে সেখানেই বেড়ে ওঠেন তিনি। একপর্যায়ে তাদের বিয়ে হয়। কিন্তু পপি ভালোবাসে আরেক জনকে। ওই প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। এছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন রাবিনা, সুচরিতা, কাজী হায়াত, শিবা সানু, প্রমুখ।