বিনোদন ডেস্ক : ২৮ নভেম্বর থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কালো মখমল’। পান্থ শাহরিয়ারের রচনা ও নিয়াজ মাহবুব-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, তারিন, ইন্তেখাব দিনার, নওশাবা, দীপান্বিতা, আশরাফ রন্টু, ঝন্টু বায়ান, লিপি, লাবনি, তৃষা প্রমুখ।