নিজস্ব প্রতিবেদক : বরিশালের দেওয়ানি আদালত বরিশাল শহর থেকে মেহেন্দিগঞ্জে স্থানান্তর করার জন্য সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দিন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
২০১৩ সালে বরিশাল শহর থেকে দেওয়ানি আদালত মেহেন্দিগঞ্জে স্থানান্তর করতে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন জারির ওই আদেশটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এই আবেদনের শুনানি শেষেই প্রজ্ঞাপন জারির আদেশটি বাতিল করা হলো।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ।