নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নারীদের অধিকারে কথা বললে দেশের অনেক বড় বড় রাজনৈতিক নেতারা বলেন আমার নাকি মাথা খারাপ। অথচ এসব রাজনৈতিক নেতারাই আজকাল নিজের বউকে পেটান।’
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নারীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং নারী নির্যাতন বন্ধ করতে হলে আমাদের একসুরে বলতে হবে ‘তুই রাজাকার বিদায় হ, নিপাত যা; তুই জঙ্গি বিদায় হ, নিপাত যা; তুই বখাটে বিদায় হ, নিপাত যা।’
তিনি আর বলেন, ‘রাজাকাররা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতন করেছে। বর্তমান সময়ের নব্যরাজাকারও নারী নির্যাতনের সঙ্গে জড়িত।’
রাজাকার, জঙ্গি ও বখাটেরা নারীর ভয়ঙ্কর শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।
এ নির্যাতন-নিপীড়নের কারণ হিসেবে দেশে ধর্মান্ধগোষ্ঠীর ধর্মান্ধতা এবং কুসংস্কারকে দায়ী করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ‘নারীদের অধিকার মানবাধিকারের সামিল। এ অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠায় আইন-কানুন আছে, সেগুলো বাস্তবায়নের জন্য সোচ্চার হতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন তানি হকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বাবিদ্যালয়ে টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা বানু।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘পারিবারিক সহিংসতা: ব্যক্তিগত নয় রাজনৈতিক’ শীর্ষক এ আলোচনাসভা যৌগ উদ্যোগে আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ মহিলা পরিষদ।