ঝিনাইদহ প্রতিনিধি : কালীগঞ্জে এক কৃষকের ৩৩টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জমারত আলী কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের জমারত আলীর বাগানে েএ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক জমারত আলী জানান, পাঁচ বছর আগে আট বিঘা জমিতে প্রায় এক হাজার ৫শ’ আমগাছের চারা রোপন করেন তিনি। কিন্তু বুধবার রাতে কে বা কারা বাগানের ৩৩টি গাছ কেটে দিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।