ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের নতুন হুইপ গিনি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৩, ২০১৪ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

Gini {focus_keyword} নতুন হুইপ গিনি Giniসংসদ প্রতিবেদক :

দশম জাতীয় সংসদে নতুন হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহাবুব আরা গিনি। তাকে নিয়ে হুইপের সংখ্যা এখন সাতজন। গাইবান্ধা-২ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত এ সংসদ সদস্য সংসদের একমাত্র নারী হুইপ।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গিনির নিয়োগে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে।

মাহাবুব আরা গিনি বাংলামেইলকে বলেন, ‘আমি জেনেছি আমাকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  এখনো জয়েন করি নাই। এখনই (সকাল ১১টা ১০ মিনিট) সংসদে যাচ্ছি জয়েন করার জন্য।’

গিনি গত সংসদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দশম সংসদে গিনি নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য।

উল্লেখ্য, দশম সংসদের চিফ হুইপ হিসেবে রয়েছেন আ স ম ফিরোজ। এছাড়া বাকি পাঁচ হু্‌ইপ হচ্ছেন- আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মোহাম্মদ শাহাব উদ্দিন, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), শহীদুজ্জামান সরকার।