হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১২টার দিকে তিনি ৩৪১ মেগাওয়াটের বিবিয়ানা-২ গ্যাসক্ষেত্রের উদ্বোধন করেন। পরে ৪শ’ মেগাওয়াটের বিবিয়ানা-৩ ও ৩৩০ মেগাওয়াটের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
নবীগঞ্জের বিবিয়ানা থেকে এরপর হবিগঞ্জ শহরে যাবেন প্রধানমন্ত্রী। দুপুরে সেখানকার নিউ ফিল্ডে এক জনসভায় ভাষণ এবং উন্নয়নমূলক প্রায় এক ডজন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিস্থাপনের কথা রয়েছে তার। বিকেল তিনটার দিকে তিনি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকায় ফিরবেন।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা পৌনে ১২টায় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় পৌঁছান প্রধানমন্ত্রী।
দীর্ঘ ১৪ বছর পর দলীয় প্রধানের সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দলের নেতাকর্মীদের মাঝে। তাকে বরণ করতে তাই সাজ সাজ রব সেখানকার নেতাকর্মীদের মধ্যে।