নিজস্ব প্রতিবেদক :
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাজমুল হদা। দলের নাম দেয়া হয়েছে ‘জাতীয় মানবাধিকার পার্টি’।
রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) সহযোগী দল হিসেবে বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) ঘোষণা দেন নাজমুল হুদা।
তিনি আশা করে বলেন, ‘বিএমপি দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। দেশের অন্যান্য মানবাধিকার সংগঠনের নেতারা এই দলে যোগ দেবেন।’ এসব সংগঠনকে একত্রিত করে শক্তিশালী মোর্চা গঠন করা হবে বলে তিনি জানান।
‘বিএনপির পক্ষ থেকে সরকার উৎখাতের কথা বলা হচ্ছে, আপনারা কী করবেন?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এই সরকারকে উৎখাত করতে চাই না। সরকাকে কাজে লাগিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের দাবিগুলোকে আদায় করতে চাই।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘নির্যাতিত অবহেলিত নিপীড়িত জনগণের অধিকার রক্ষায় অনেক মানবাধিকার সংগঠন থাকলেও স্বৈরাচারী সরকার সে অধিকার বাস্তবয়নে নির্বাক ও নিষ্ক্রিয় থেকেছে। কোনো কোনো ক্ষেত্রে হয়েছে মারমুখি। আইনের শাসন বলতে কিছু নেই। বরং আইনকেই আজ শাসকগোষ্ঠী শাসন করছে।’
এসময় উপস্থিত ছিলেন বিএনএ’র ভাইস চেয়ারম্যান পরশ ভাসানী, রফিকুল ইসলাম আরজু, যুগ্ম-মহাসচিব কেএম বেলায়েত প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘বিএনপিতে চলে যাওয়ার বিষয়টি ছিল গুজব। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা হয়নি তার।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কাছে এসেছিলেন।’
উল্লেখ্য, বিএনপি ছাড়ার পর ব্যারিস্টার নাজমুল হুদা গঠন করেন বিএনএফ। কিন্তু নেতৃত্ব হারানোর পর বিএনপিতে ফেরার আগ্রহ নিজ থেকে জানিয়েছিলেন সাবেক এই মন্ত্রী।