ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির ২ মামলায় মৃধাকে বাদ দিয়ে চার্জশিট

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

Mridaচট্টগ্রাম প্রতিনিধি : রেলওয়ে পূর্বাঞ্চলে নিয়োগ দুর্নীতি অভিযোগে দায়ের করা দুটি মামলায় প্রধান অভিযুক্ত রেলের বরখাস্ত জিএম ইউছুফ আলী মৃধাকে বাদ দিয়ে অভিযোগ পত্র জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
রোববার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমান চৌধুরীর আদালতে ‘সহকারি লোক মাস্টার নিয়োগ’ ও ‘ফুড ইন্সেপেক্টর নিয়োগ’ দুর্নীতি মামলা দুটির অভিযোগ পত্র জমা দেন।
দুদকের স্পেশাল পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রেলওয়ের নিয়োগে সহকারি লোক মাস্টার পদে নিয়োগে মামলায় ইউছুফ আলী মৃধাকে বাদ দিয়ে ৩২ জনকে আসামি করা হয়েছে। আর ফুড ইন্সেপেক্টর নিয়োগ মামলায় বরখাস্ত পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানকে আসামি করা হলেও মৃধাকে বাদ দেওয়া হয়েছে। এই মামলায় আসামি ছিলেন তারা দুজন।’
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী থানায় দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুর রেজা রেলওয়ের সহকারী লোকো মাস্টারপদে নিয়োগে দুর্নীতির অভিযোগে মৃধা ও হাফিজকে আসামি করে একটি মামলা করেন।
এছাড়া ২০১৩ সালের ১৭ জুলাই একই থানায় রেলওয়ের ফুড ইন্সেপেক্টর পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের আরেক সহকারী পরিচালক কামরুজ্জামান মৃধাসহ ৩৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তারা দীর্ঘ তদন্ত শেষে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে এই দুই মামলার অভিযোগ পত্র আদালতে জমা দেন।
উল্লেখ্য, রেলওয়ে নিয়োগে দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে ইতোমধ্যে জেলহাজতে আছেন পূর্বাঞ্জলের বরখাস্ত জিএম ইউছুফ আলী মৃধা। তার বিরুদ্ধে অন্য দুটি দুর্নীতি মামলা বিচারধীন রয়েছে।