ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

Cortনরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার ছোট মাধবদী এলাকায় স্কুলছাত্র সোহাগ হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুর সাড়ে ১২টায় নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শফিকুল করিম এ আদেশ দেন।
স্কুলছাত্র হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মনির হোসেন, আলমগীর হোসেন ও নারয়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলার সম্ভু। এদের মধ্যে সাজাপ্রাপ্ত মনির হোসেন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মধবদী এসপি ইন্সটিউিশনের ৮ম শ্রেণীর ছাত্র সোহাগকে বেড়ানোর কথা বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্ডার এলাকার নিয়ে যাওয়া হয়। পরে তার পিতার নিকট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।
মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় তাকে হত্যা করা হয়। ঘটনার পর ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৪ বছর পর মামলার বিচারক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩ জনে ফাঁসির আদেশ দেন। এ ঘটনায় বাকি ৫ জনকে মামলা থেকে খালাশ দিয়েছেন আদালত।