নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ তিন আসামির বিরুদ্ধে ঢেউটিন আত্মসাতের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন দার্য করা হয়েছে।
রোববার নির্ধারিত দিনে কোনো সাক্ষী না আসায় ওই আদালতের বিচারক নতুন এ তারিখ ধার্য করেন।
এদিন জেলহাজতে থাকা পিন্টুকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা শাহিনুজ্জামান টিটু ও উপেন্দ্র মোহন বসাক আদালতে হাজির ছিলেন।
উল্লেখ্য, ড. ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৬ মার্চ ৭৩টি ঢেউটিন আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। পরে দুদকের সহকারী পরিচালক শামসুল আলম ৫শ বান্ডিল ঢেউটিন আত্মসাতের অভিযোগে উল্লেখিত তিনজনের বিরুদ্ধে ওই বছরের ৮ অক্টোবর চার্জশিট দাখিল করেন। এর পর ২০০৮ সালের ১৬ জুলাই বিচারক এ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠ্ন করেন।