ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-বিএনপি কর্মী সংঘর্ষ, আহত ২০

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৩, ২০১৪ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

bNP--=খালেদার হাজিরা

দুদকের করা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীরা।
এ সময় পুলিশ-সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী সহ কমপক্ষে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দুপুরে বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে খালেদা জিয়া প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে খালেদা গাড়ি থেকে নেমে ভেতরে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় আদালতের বাইরে থাকা বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছোড়ে। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়।
এক পর্যায়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা ও বদরুন্নেসা কলেজের আশপাশের বিভিন্ন গলিতে।
পুলিশের ধাওয়া খেয়ে একদল বিএনপি কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করলে সেখানে তাদের ধাওয়া দেয় বুয়েটের ছাত্রলীগের কর্মীরা।
প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী বিচ্ছিন্ন সংঘর্ষে সাংবাদিক-পুলিশ ও বিএনপি নেতাকর্মী সহ আহত হন কমপক্ষে ২০ জন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন,  নিরাপত্তার স্বার্থে খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ জন্য ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা টিয়ারশেল ছুড়ি। তবে গুলি করার কথা অস্বীকার করেন তিনি।
এ সময় বিএনপি কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

এদিকে, সংঘর্ষের সময় বেগম জিয়া আদালতেই অবস্থান করছিলেন বলে তাঁর একজন নিরাপত্তা কর্মী দৈনিক পাঞ্জেরীকে জানিয়েছেন। ওই নিরাপত্তা কর্মী আরও জনান, বেগম জিয়া আদালতের কার্যক্রম শেষে নিরাপদেই তাঁর গুলশানের বাসায় পৌঁছান।
সব মিলিয়ে খালেদার আদালতে হাজিরা, হাজিরাকে কেন্দ্র করে পুলিশের কঠোর নিরাপত্তা অবস্থান এবং বিএনপি কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও আশপাশের মানুষজনের মধ্যে।