ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি নার্সদের

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

narsনিজস্ব প্রতিবেদক : নার্সদের বিভিন্ন দাবি পূরণে প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ের ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিন ধরে দাবিগুলো আটকে আছে বলে জানিয়েছে বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদ।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে এ অভিযোগ জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ১০ হাজার নার্স নিয়োগ দেয়াসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে ৮ দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘দাবি না মানা হলে আগামী ১১ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ড. মো. হাফিজ উল্লাহ জানান, ‘সেবা পরিদপ্তরের আওতাধীন ১৭৯টি প্রথম শ্রেণীর পদ থাকা সত্ত্বেও এ পদে কোনো নার্স নিয়োগ দেয়া হয়নি। সংশ্লিষ্ট পরিদপ্তর এবং মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাবে বিগত ৩০-৩২বছরে নার্সদের কোনো পদোন্নতি হয়নি এবং দীর্ঘ ৩৭ বছরেও পরিদপ্তরের প্রশাসনিক অবকাঠামোর কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মান অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে ৩ জন এবং একজন রোগীর বিপরীতে ৪ জন ও প্রতিজন মুমূর্ষ রোগীর জন্য একজন নার্স থাকার কথা। কিন্তু বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনমাস পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। আমরা তার বাস্তবায়ন চাই। আর তা না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।’
এসময় বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদের পক্ষ থেকে আট দফা দাবি ঘোষণা করা হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাবিনা শারমিন, মহাসচিব মো. মোস্তাফিজুর রহমান, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি আসমা ইসরাত, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ারের মহাসচিব ছালেহা খাতুন, ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নুরুন নাহার প্রমুখ।