ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঐশীদের বিরুদ্ধে ফের চার্জ গঠন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

oishiনিজস্ব প্রতিবেদক : সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশীসহ তিনজনের বিরুদ্ধে ফের চার্জ গঠন করেছেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
রোববার ওই ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাদেকুর রহমান শুনানি শেষে ফের চার্জ গঠনের ওই আদেশ দেন।
ঐশীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবু হাসান রানা ঐশীর বিরুদ্ধে ফের চার্জ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ওই আইনজীবী জানান আগামী ৪ ডিসেম্বর এ মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত ৬ মে মহানগর দায়রা জজ আদালত ঐশী ও তার তিন বন্ধুর বিরুদ্ধে চার্জ গঠন করেন। এরপর ওই আদালতই চার্জশিটভুক্ত ৫৭ সাক্ষীর মধ্যে বাদী ঐশীর চাচা মশিহুর রহমান রুবেলসহ ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।
গত ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুয়াল খায়ের আদালতে ওই চার্জশিট দাখিল করেন। গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটির বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে শুরু করার জন্য প্রজ্ঞাপন জারি করে। এরপর ঢাকা মহানগর দায়রা আদালত মামলাটির নথি ট্রাইব্যুনালে পাঠায়।
এ মামলায় অপর ৩ আসামি হচ্ছেন- ঐশীর দুই বন্ধু আসাদুজ্জামান জনি, মিজানুর রহমান রনি ও গৃহকর্মী খাদিজা আক্তার সুমি।
ঐশীসহ তার দুই বন্ধুর বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে হলেও গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিচার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজের কিশোর আদালতে (জুবেনাইল) চলছে।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় গিয়ে আত্মসমর্পণ করে।