ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সরকার শিক্ষাকে অধিকারে পরিণত করেছে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

matiaনিজস্ব প্রতিবেদক : সরকার শিক্ষাকে সুযোগ নয় অধিকারে পরিণত করেছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে গণতন্ত্রী পার্টি আয়োজিত গণতন্ত্রী পার্টির সাবেক দুই সভাপতি আহমদুল কবির ও মোহাম্মদ নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে শিক্ষাকে এখন আমরা মানুষের অধিকারে পরিণত করতে পেরেছি।’
জিয়াউর রহমান ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন অভিযোগ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা অনেকেই ছাত্র রাজনীতিকে দোষারোপ করি। কিন্তু এই ছাত্র রাজনীতিকে কলুষিত করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের কথা ভুলে যাই।’
জিয়াউর রহমান গোলাম আযমকে বাংলাদেশের রাজনীতিতে পুর্নবাসন করার মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের রাজনীতি সৃষ্টি করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
সভায় প্রকৌশলি কামরুল আহসান খান পারভেজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার প্রমুখ।