ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া আপনার বক্তব্য প্রত্যাহার করুন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

khaleda--Hasanনিজস্ব প্রতিবেদক : ‘বর্তমান সরকারের আমলে দেশের কোন উন্নতি হয় নাই’ খালেদা জিয়ার এমন বক্তব্যের তীব্র নিন্দা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) দয়া করে আপনার এ বক্তব্য প্রত্যাহার করুন। বক্তব্য প্রত্যাহার না করলে দেশে যে ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ হয়েছে সেগুলোতে চলাচল না করে ব্রিজের নিচ দিয়ে চলাচল করবেন।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে কবি ত্রিবিদ দস্তীগারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘যুদ্ধাপরাধ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির উত্থান : খালেদা জিয়া ও তারেক রহমানের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘গতকাল খালেদা জিয়া জানিয়েছেন বাংলাদেশ নাকি বছরে ১৯ শতাংশ বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। তিনি হয়ত জানেন না গত ৫ বছরে বাংলাদেশে ২ কোটি লোক চাকরি পেয়েছে, ৫০ লাখ লোক বিদেশে চাকরির জন্য গিয়েছে।’
খালেদার বক্তব্যের সঙ্গে যুবদল, ছাত্রদলের ক্যাডারদের বক্তব্যেরে সঙ্গে কোন পার্থক্য নেই উল্লেখ করে এই সম্পাদক বলেন, ‘তিনি কিভাবে বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়! বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। খালেদা জিয়া হয়ত কয়েকদিন পর বলবেন জামায়াত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।’
হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘গাড়ি চালিয়ে ‍দুর্ঘটনা ঘটালে ৭ বছরের কারাদণ্ডের বিধান আছে। এর জন্যে হাইকোর্টকে ধন্যবাদ, তবে এই সাজার পরিমাণ হাইকোর্টের আরও বাড়ানো উচিত।’
এসময় তিনি গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন।
সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগরের সাংগঠানিক সম্পাদক শাহে আলম মুরাদ ,অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কবি নাসির আহমেদ প্রমুখ।