ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চোখের সুরক্ষায় অপরিহার্য রোদচশমা

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

sunglass-2লাইফস্টাইল ডেস্ক : সময়ের সঙ্গে পরিবর্তন ঘটে ফ্যাশনের। বদলায় অনুসঙ্গ। তবে কিছু অনুসঙ্গ সারাজীবনের সঙ্গী হয়ে থাকে। কারণ তা শুধু ফ্যাশনের মাত্রা ধরে রাখে না, রাখে শরীরের মাত্রাও। তেমনি একটি অনুসঙ্গ হলো সানগ্লাস বা রোদচশমা। সব বয়সের মানুষের মধ্যেই রোদচশমা ব্যবহারের প্রবণতা দেখা যায়। তবে তরুণ প্রজন্মের মধ্যে এটি ব্যবহারের প্রবণতা একটু বেশিই।
আমাদের দেশে শীত ঋতুতে বায়ুমণ্ডলে ধুলাবালি আর সূর্যের ক্ষতিকর অতি বেগুনী রশ্মি থাকে। তাই অন্য ঋতুতে এর ব্যবহার থাকলেও শীতে বেড়ে যায় দ্বিগুন। তবে কেউ কেউ সারা বছরই রোদচশমা ব্যবহার করে থাকেন। শীতে ধুলাবালির সঙ্গে প্রচুর পরিমানে ছোট পোকামাকড়েরও আবির্ভাব ঘটে। ফলে খালি চোখে পথ চলতে গেলে এসব পোকামাকড় চোখে ঢুকে বিপত্তি ঘটায়। তাই যারা মোটরসাইকেল চালান, যাদের বেশি বেশি ভ্রমণ করতে হয় এবং যাদের ধুলাবালি প্রবণ এলাকায় চলাফেরা করতে হয়, তাদের জন্য রোদচশমা ব্যবহার করা সবচেয়ে জরুরি।
এসব কারণ ছাড়াও শুধু ফ্যাশনের কারণে তরুণদের কাছে রোদচশমার জনপ্রিয়তা বেড়েছে। আর তাই রাজধানী ঢাকাসহ দেশের ছোটবড় সব শহরেই চশমার দোকানগুলোয় পাওয়া যায় বাহারি সব রোদচশমা।
নামকরা সব ব্রান্ডের মধ্যে রেবন, আরমানী, পলিশ, কাটিয়ার, গুছি, ডিওর, বারচাস, কেরারা, সিকে, টেঙ্গুয়ার, লুইস, ডিএনজি, ওকলে, প্যারাডা পাবেন। রেবন ব্র্যান্ডের সানগ্লাস পাবেন ৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে, গুছি পাবেন ৩ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে। তবে কাটিয়ার ব্রান্ডের মধ্যে দেড় লাখ টাকা পর্যন্ত দাম আছে সানগ্লাসের। নন ব্র্যান্ডের সানগ্লাস পাওয়া যাবে ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে, যা সবারই হাতের নাগালের মধ্যে। আপনার পছন্দ অনুযায়ী এবং বাজেটের মধ্যে ঢাকার বসুন্ধরা শপিংমল, ইস্টার্ন প্লাজা, নিউমার্কেটসহ শহরের বড় বড় মার্কেট ও দোকানগুলোয় আনায়াসে রোদচশমা পেয়ে যাবেন। আর কম দামের রোদচশমা পেতে পারেন ফুটপাতে। তবে সস্তা রোদচশমা আপনার চোখের জন্য ক্ষতিকর হতে পারে। তাই রোদচশমা কেনার সময় একবার হলেও চোখের কথা চিন্তা করবেন।