ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সঞ্জয়কে ফিরে পেলো তার দুই সন্তান!

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

Sanjoyবিনোদন ডেস্ক : মুম্বাই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় বছরের জন্যে জেল খাটছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। তাই বলে তার অভিনীত ছবির মুক্তি থেমে নেই। তেমনি এক প্রদর্শনীতে হাজির হয়েছিলো এই অভিনেতার স্ত্রী ও দুই সন্তান। যেখানে পোস্টারে বাবার ছবি দেখে আটকে যায় দুই সন্তান।
শুক্রবার সঞ্জয় দত্ত অভিনীত ‘উঙ্গলি’ ছবিটি ভারতজুড়ে মুক্তি পেয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ একটি প্রদশর্নীতে স্বশরীরে উপস্থিত হয়েছিলেন এই অভিনেতার স্ত্রী মান্যতা ও তার দুই সন্তান। প্রদর্শনী শেষে প্রেক্ষাগৃহের বাইরে রাখা বড় বড় পোস্টারে নিজের বাবাকে দেখে খুশিতে ভরে ওঠে তার দুই সন্তানের মুখ, যা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে।
‘উঙ্গলি’ ছবিটি পরিচালনা করেছেন রেনসিল ডি সিলভা। এতে আরো অভিনয় করছেন ইমরান হাশমি, রণদ্বীপ হুদা, নেহা ধুপিয়া, কঙ্গনা প্রমুখ।
সঞ্জয় দত্ত এখন পুনের ইয়ারওয়াড়া জেলের বাসিন্দা। সেখানে তাকে টানা ছয় বছর থাকতে হবে।