কণ্ঠশিল্পী ঝিলিক এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’ এ।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত সংগীতশিল্পী হিসেবে শ্রোতাদের অনুরোধের পাশাপাশি নিজের পছন্দের গানগুলোও পরিবেশন করবেন ঝিলিক। তাছাড়া গানের ফাঁকে ফাঁকে শ্রোতাদের সঙ্গে সরাসরি টেলিফোনে আড্ডায় অংশ নেবেন তিনি।
সফিক পাহাড়ীর প্রযোজনায় ও ইশিকার উপস্থাপনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।