স্পোর্টস ডেস্ক : সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৬ জয় তুলে নিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার নতুন ইতিহাস লেখার পথে লস ব্লাঙ্কোসদের শিকার মালাগা। এদিন লা লিগার খেলায় এস্টাডিও লা রোসেলেদায় স্বাগতিক দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে কালো আনচেলাত্তির শিষ্যরা। রিয়াল মাদ্রিদের পক্ষে গোল করেছেন গ্যারেথ বেল ও করিম বেনজেমা।
এর আগে ১৯৬০-৬১ মৌসুমে এবং হোসে মরিনহোর জামানায় ২০১১-১২ সালে টানা ১৫টি করে ম্যাচ জেতার কৃতিত্ব দেখিয়েছিল লস গ্যালাকটিকোসরা। শনিবারের খেলায় পূর্বেই সেই রেকর্ডটা গুড়িয়ে নতুন উচ্চতায় উঠলো স্প্যানিশ লিগের সর্বোচ্চ বারের চ্যাম্পিয়নরা।
লা রোসেলেদায় খেলার ১৮ মিনিটে অচলাবস্থা ভাঙে রিয়াল। যখন প্রতিপক্ষের বক্সে রোনালদোর নিচু করে বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন বেনজেমা। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ওই ব্যবধানটাই দ্বিগুণ করে গ্যারেথ বেল। এবারো গোলের মূল কারিগর সিআরসেভেন। রোনালদোর হেড থেকে বল পেয়ে স্কোরলাইন ২-০ করেন ওয়েলশ উইঙ্গার।
মালাগার পক্ষে একমাত্র গোলটি রক সান্তা ক্রুজের। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হারের ব্যবধান কমানো গোলটি করেন প্যারাগুয়ান ফুটবলার। অবশ্য তার দল আরো কিছু গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু কখনো সন্তু ইকার আর কখনো ক্রুসবার বাধা হয়ে দাঁড়িয়েছে মালাগার সামনে।
এই জয়ে ত্রয়োদশ রাউন্ড শেষে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। ঝুলিতে ৩৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ২৮ পয়েন্ট লিওনেল মেসিদের। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার দখলেও ২৬ পয়েন্ট।