স্পোর্টস ডেস্ক : রোববার শারজা টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১৪৩.১ ওভার ব্যাট করে ৬৯০ রান করে অলআউট হয়েছে।
এর জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে পাকিস্তান। কিউই পেসার টেন্ট বোল্টের তোপে দ্বিতীয় ইনিংসে ৬৩ রানেই হারিয়েছে পাঁচ উইকেট। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের থেকে এখনো ২৭৬ রান পিছিয়ে মিসবাহ উল হক বাহিনী। টেস্ট বাঁচাতে বাকি দুদিন উইকেটে পড়ে থাকতে হবে পাক ব্যাটসম্যানদের।
এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৭.৩ ওভার ব্যাট করে পাঁচ উইকেটের বিনিময়ে ৬৩ রান সংগ্রহ করেছে। একপ্রান্তে ব্যাট করছেন মোহাম্মদ হাফিজ (১৮) ও অন্য প্রান্তে মিসবাহ উল হক (১)। আউট হয়েছেন শান মাসুদ (৪), আজহারি আলি (৬) ও ইউনিস খান (০), মোহাম্মদ হাফিজ (২৪), মিজবাহ (১২)।
এর আগে শারজা টেস্টের প্রথম ইনিংসে ৩৫১ রান করে অলআউট হয়েছিল পাকিস্তান। চলমান এই টেস্ট সিরিজে দ্য আনপ্রেডিক্টেবলরা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।