আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্ষেপে হু বলছে, মরণঘাতী এবোলা রোগে রেকর্ড সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সাত হাজারের মত লোক মারা গেছে বলে সংস্থাটি জানিয়েছে।
শনিবার হু’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সবমিলিয়ে ৬৯২৮ জন মারা গেছে। এ সংখ্যা সংস্থার বুধবার প্রকাশিত মৃতের সংখ্যার চেয়ে ১২শ বেশি। তবে অকস্মাৎ মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ বা কোনো ব্যাখ্যা দেয়নি জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি। তবে এর আগে প্রকাশ করা হয়নি এমন মৃতদেরও এবারের তালিকায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করার জন্য হু’র সঙ্গে যোগাযোগ করা হলেও এ নিয়ে কথা বলার মতো দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
গত মার্চ মাসে গিনির এক প্রত্যন্ত অঞ্চলে প্রথম এবোলা সংক্রমণের ঘটনা ঘটে। তারপর থেকে গিনিসহ পশ্চিম আফ্রিকার তিনটি দেশের ১৬ হাজারেরও বেশি মানুষ এবোলায় আক্রান্ত হয়েছেন।
এবোলায় মৃতদের মধ্যে কেবল ১৫ জন পশ্চিম আফ্রিকার বাইরের দেশের। বাকিরা গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ার বাসিন্দা।