ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মোবারকের অব্যাহতিতে কায়রোতে বিক্ষোভ, নিহত ১

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৩০, ২০১৪ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

3আন্তর্জাতিক ডেস্ক : মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর সাতজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ায় ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সে দেশের গণতন্ত্রকামী মানুষেরা। শনিবার রায় প্রকাশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ রাজধানী কায়রোর তাহির স্কোয়ারে এসে সমবেত হন এবং বিক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।
বিবিসি জানায়, শনিবার ঐতিহাসিক তাহরির স্কয়ারের ওই বিক্ষোভে প্রায় দুই হাজার লোক উপস্থিত হয়েছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল-কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। জবাবে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
২০১১ সালে এই তাহরির স্কয়ারেই মোবারকবিরোধী গণ-আন্দোলনের সূত্রপাত হয়েছিল। ১৮ দিনের গণ-আন্দোলনে পতন হয় মোবারকের। ওই আন্দোলনে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হন।
বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে হোসনি মোবারক ও তাঁর সাতজন শীর্ষ কর্মকর্তাকে খালাস দেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। বিক্ষোভে ছেলে হারানো রামাদান আহমেদ বলেন, ‘গরিবের জন্য কোনো বিচার নেই।’
শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে ২০১১ সালের ২৪ মে মোবারককে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আদেশ দেওয়া হয়। পরে বিচারে ২০১২ সালের ২ জুন তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। তখন ক্ষমতায় ছিলেন ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এই রায় ঘোষণার পরের মাসেই অর্থাৎ জুলাইয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন মুরসি।
মুরসির পতনের পর ২০১৩ সালের জানুয়ারি মাসে আপিল কোর্ট মোবারকের ওই দণ্ডাদেশ প্রত্যাখ্যান করে মামলাটির পুনর্বিচার করার নির্দেশ দেন। শনিবার ওই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক রাশিদি বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথমে মোবারকের নিরাপত্তা প্রধানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে এতে মোবারকের নামও যুক্ত করা হয়, যা ঠিক হয়নি। এ কারণেই তাঁকে হত্যার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
একই মামলা থেকে অব্যাহতি পাওয়া মোবারকের অন্য সাত শীর্ষ কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি। মোবারক ও তাঁর দুই ছেলেকে আরেকটি দুর্নীতির অভিযোগ থেকেও রেহাই দিয়েছেন আদালত। তবে অেভিযোগ থেকে অব্যাহতি পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না মোবারক। অন্য এক দুর্নীতি মামলায় তিন বছরের জেল খাটছেন তিনি।