ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সাত খুন
র‌্যাবের সেই তিন কর্মকর্তাসহ ২৪ আসামি আদালতে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১, ২০১৪ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

rabনারায়ণগঞ্জ প্রতিনিধ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে সকালে কঠোর নিরাপত্তায় তাদের নিয়মিত হাজিরার অংশ হিসেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাদের আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। নিয়মিত হাজিরা শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হবে বলে জানান বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান।
তিনি জানান, র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের পরবর্তী শুনানির দিন আগামী ২২ জানুয়ারি ধার্য করেন আদালত। আসামিদের আদালতে আনা হলে সাধারণ আইনজীবীরা তাদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর ৩ দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেন কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। এতে প্রধান আসামি করা হয় আরেক কাউন্সিলর নূর হোসেনকে। অন্যদিকে সিনিয়র আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালও ফতুল্লা মডেল থানায় অপর একটি মামলা দায়ের করেন।
এ মামলার আসামি র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া র‌্যাব-১১ এর ৬ সদস্য অপহরণ ও খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।