ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সফলতম অধিনায়ক ধোনি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৩, ২০১৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

dhoni

স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ আজহারউদ্দিন নন, এখন ভারতের সফলতম অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। ভারতকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের নজির এখন উইকেটকিপার এই অধিনায়কের দখলে।
মঙ্গলবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নয় উইকেটের জয় তুলে নিয়ে মোহাম্মদ আজহারউদ্দিনের ৯০ ওয়ানডে জয়ের কীর্তিকে ছাপিয়ে গেলেন এমএসডি। এখন ভারতকে ৯১টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে জয়ের কৃত্বিত্ব ঝাড়খণ্ডের নবাবের দখলে।
এদিন এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। যা টিম ইন্ডিয়ার জন্য নতুন একটি মাইলফলক। কেননা ১৯৯০ সালের পর ইংল্যান্ডের মাটিতে এই প্রথম রঙিন পোশাকের ক্রিকেটে অর্থাৎ, ওয়ানডেতে জয় তুলে নিল ভারতীয়রা।
তবে ওয়ানডে ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সম্ভবত সবচেয়ে বড় পাওয়া ফের জয়ের কক্ষপথে ফেরা। যা এই সফরেই টেস্ট হারের পর ভারতীয় দলকে নিয়ে ওঠা সমালোচনাটা বন্ধ করে দেবে। এর আগে ধোনির নেতৃত্বে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ হারে ভারত।
ওয়ানডেতে ভারতের সফল পাঁচ অধিনায়ক :
১. মহেন্দ্র ধোনি-৯১
২. মোহাম্মদ আজহারউদ্দিন-৯০
৩. সৌরভ গাঙ্গুলি-৭৬
৪. রাহুল দ্রাবিড়-৪২
৫. কপিল দেব-৩৯