নিজস্ব প্রতিবেদক : ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের ধারণা।
রোববার রাতে রাজধানীর লালবাগ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম (২৬), ইয়াসির আরাফাত (২৩) ও করিম (২৫)।
এদের কাছ থেকে ৫টি ডেটনেটর, ২টি জেলবোমা, ১০০ গ্রাম সাদা ও কমলা রঙের বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়।