ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে সাঈদী

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১, ২০১৪ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

Delwar-Hossain-Sayeedi.নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বঙ্গবন্ধু হাসপাতালে নেয়ার পর আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
জানা যায়, সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পর আবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দেখার পর তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।’
আমাদের গাজীপুর প্রতিনিধি কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডনের বরাত দিয়ে জানান, ‘গত কয়েকদিন থেকে সাঈদী অসুস্থ ছিলেন। সোমবার ভোরে সাঈদী আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’
যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে মালির কাজ পেয়েছেন।
শারীরিক অসুস্থতা বিবেচনায় যুদ্ধাপরাধী এ বন্দীকে মালির কাজ দেয়া হয়। পিঠব্যথা ও হৃদরোগ থাকায় সাঈদী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাঁটতে হয়।
যুদ্ধাপরাধের দায়ে গত বছর ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।