নিজস্ব প্রতিবেদক : ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের অপরাধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সচেতনতামূলক অভিযানে সোমবার দুপুর পর্যন্ত রাজধানীর দু’টি পয়েন্টে জরিমানা দিয়েছেন ২৩ পথচারী।
সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর বাংলামোটর মোড় এবং ফার্মগেট পুলিশ বক্সের দু’টি পয়েন্টে ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ও মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সচেতনতামূলক এ অভিযান শুরু করে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ২৩ পথচারীকে জরিমানা করেছেন তারা।
বাংলামোটর পয়েন্টে ম্যাজিস্ট্রেট মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে জরিমানা করা হয়েছে। এদের প্রত্যেককেই ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
এদিকে, ফার্মগেট পুলিশ বক্সের সামনে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান পরিচালনা ও জরিমানা কার্যক্রম চালাচ্ছেন।
তিনি জানান, পঞ্চম দিনের অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ ২০ থেকে ২০০ টাকা।
উল্লেখ্য, নগর জীবনে ঝুঁকি কমাতে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও ফুটপাত ব্যবহারের জন্য ২২ নভেম্বর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাইলট প্রকল্পের এ অভিযান চলবে বুধবার পর্যন্ত।