ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতিদের পেনশনে আনুতোষিক হার বৃদ্ধি

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১, ২০১৪ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

high-court-2
নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এবং বিচারপতিদের পেনশনে বাধ্যতামূলক সমর্পণের আনুতোষিক হার বৃদ্ধি পেয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, একজন বিচারপতির মূল বেতনের ৮০ শতাংশের অর্ধেক বাধ্যতামূলক সমর্পণের নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে যেসকল বিচারপতি ৪০ থেকে ৪৫ বছর বয়সে অবসরে যাবেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক সমর্পণের টাকা ১ টাকায় ২৬০। ৪৫ থেকে ৫০ বছরে অবসরের ক্ষেত্রে ২৪৫ টাকা এবং ৫০ বছর বয়সের ঊর্ধ্বে যারা অবসর নেবেন তাদের ক্ষেত্রে ১ টাকায় ২৩০ টাকা, যা আগে ছিল ২০০ টাকা।
সচিব জানান, এর আগে বিচারপতি ছাড়া অন্য সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক সমর্পণের হার বাড়ানো হয়েছে। সে কারণে বিচারপতিদেরও বাড়ানো হলো। এ আইনটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।