নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিশু জিহাদ হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন ও অপর একজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ওয়াসিম, সাদেক ও সালাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বপন, লাকি ও আক্তার। খালাস পেয়েছেন শাকিল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাদেক ও স্বপন এবং খালাসপ্রাপ্ত আসামি শাকিল আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি আসাদুজ্জামান ও সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন জানান, ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ বেপারীপাড়া এলাকা থেকে ২০১১ সালের ২৬ জুন শিশু (সাড়ে ৪) মোহাম্মদ জিহাদকে অপহরণ করা হয়। অপহরণকারীদের চিনে ফেলবে এ আশঙ্কাকায় জিহাদকে ২৭ জুন সোমবার সন্ধ্যা ৭টায় ঘুমন্ত অবস্থায় তোয়ালে মুড়িয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় নিহতের বাবা আকতার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।