নিজস্ব প্রতিবেদক : বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অপসারণ এবং ছাত্রদলের নতুন কমিটির পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।
সোমবার বেলা সোয়া ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
ছাত্রদলের পদবঞ্চিত নেতা আবু সাইদের নেতৃত্বে বহিষ্কৃত নেতা আনিসুর রহমান খোকন, তরুন দে, রাকিবুল হোসেন রয়েল, তরিকুল ইসলাম টিটুসহ শতাধীক নেতাকর্মী এ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন।
বেলা সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলছিল।