ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিচারকের দুর্নীতির প্রমাণ হলে কঠোর ব্যবস্থা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২, ২০১৪ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

chief-justice

নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার বিভাগে কোনো দুর্নীতি গ্রহণ করা হবে না। কোনো বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়াম (সাবেক সড়ক ভবন) এক অভিভাষণে তিনি একথা কলেন।

বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সকল জেলা জজ, জেলা জজ পদ মর্যাদার বিচারক, বিচার বিভাগীয় কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটদের উদ্দেশে ওই ভাষণ দেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের যেকোন কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতি বিষয়ক কোনো তথ্যকে আমি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। দুনীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, দুর্নীতি অবিচারের জন্ম দেয় এবং এটি সুবিচারের জন্য হুমকি। তবে বিচারকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ আমি কখনোই আমলে নেবো না।

প্রধান বিচারপতি আরো বলেন, বিচারকরা হবেন প্রাজ্ঞ ও জ্ঞানী, সময়ানুবর্তী এবং নিষ্ঠাবান। এতে বিচার কাজ এগিয়ে যাবে। মামলা জট কমবে। সুবিচার প্রতিষ্ঠিত হবে।