ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে বসে ঢিল ছুড়ে আন্দোলন হয় না : ওবায়দুল কাদের

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৩, ২০১৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

obaydul-kader

নিজস্ব প্রতিনিধি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশে বসে ঢিল ছুড়ে জনসম্প্রীতি বৃদ্ধি করা তো দূরের কথা জনগণের মধ্যে আন্দোলনের ঢেউও তোলা সম্ভব নয়।’ এ সময় তিনি বিএনপির ভবিষ্যৎ নেতা তারেক রহমানের জেল-জুলুম ও ভয়কে জয় করার মত সাহস নেই বলেও মন্তব্য করেন।
ঈদ উপলক্ষে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বুধবার বিকেলে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কগুলোর পাশে গরুর হাট না বসতে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশের পাশাপাশি যানজট নিরসনে বিরোধীদলের নেতাকর্মীদের সহযোগিতাও কামনা করেন মন্ত্রী।
দেশের জেলা সড়ক ও আঞ্চলিক সড়কগুলোর কাজ পর্যায়ক্রমে চলছে এবং চলবে জানিয়ে মন্ত্রী বলেন, আসন্ন ঈদ ও দূর্গাপূজার সময় সড়কগুলো যানজট মুক্ত রাখার জন্য রাজধানী ঢাকার প্রবেশ পথ ও ফোর লেনের কাজ চলা ঢাকা-চট্রগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক দুটিতে যানচলাচল উপযোগী করে রাখাই এখন মূল লক্ষ্য। আর এর জন্য ঈদের আগে থেকেই রাজধানীর প্রবেশদ্বারের এসব সড়কগুলোতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।
এ সময় তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের পরিবর্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে ডাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের। পাশাপাশি আজ থেকে যোগাযোগ মন্ত্রাণালয়ের পরিবর্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হিসেবে সকল কাজ পরিচালিত হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।