স্পোর্টস ডেস্ক :
ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন কার্লো আনচেলত্তি, জোয়াকিম লো ও দিয়েগো সিমিওনি। কে হবে সেরা কোচ তা জানতে অবশ্য অপেক্ষা করতে আরও প্রায় এক মাস। আগামী বছর ১২ জানুয়ারিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আনুষ্ঠাতিকভাবে বিশ্বসেরা কোচের নাম ঘোষণা করবে।
জোয়াকিম লো জার্মানিকে বানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন। তার দেকানো পথেই ২০১০ বিশ্বাকাপের শেষ চারে উঠেছিল জার্মানি। এছাড়া ২০০৮ সালে ইউরো ফাইনালে ও ২০১২ সালে ইউরো সেমিফাইনালে পাড়ি জমিয়েছিল লোর জার্মানি।
কার্লো আনচেলত্তি রিয়ালকে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় এনে দিয়েছেন। লা লিগায়ও দুর্দান্ত ছিল তার দল।
আর দিয়েগো সিমিওনি ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো অ্যাতলেতিকো মাদ্রিদকে লা লিগার শিরোপা জয় এনে দিয়েছে গেল বছর। তিনি চ্যাম্পিয়ন্সলিগের ফাইনালেও তুলেছেন দলকে।
২০১৩ সালে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেছিলেন ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেয়নেকস। আরআগের বছরগুলোতে সেরা কোচের পুরস্কার জয় করেছেন দেল বস্ক, গার্দিওলা ও হোসে মরিনহো।