আমলা দিয়ে রাজনীতি হয় না বলে মন্তব্য করেছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার বিকেলে সিলেট নগরীর দরগাগেটের আর কে ধর হলে সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রীকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘আপনি শুধু দেশের মন্ত্রী নন, সুনামগঞ্জেরও মন্ত্রী। সুনামঞ্জের রাস্তা চারলেন করুন আর নাই করুন, অন্তত দুই লেন করুন।’
‘বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে জাপান আগ্রহ দেখিয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় এটা সম্ভব হয়েছে। এই বিনিয়োগ দিয়ে দেশে শিল্প কারখানা গড়ে উঠবে।’ এ থেকে যাতে সিলেট বঞ্চিত না হয় সে ব্যপারে তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
তিনি বলেন, ‘সিলেটে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এখানকার তেল ও গ্যাস, চুনাপাথর, কয়লা, পাথরকে কেন্দ্র করে বিশাল শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। সিলেট বিভাগের চার জেলায় ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব।’
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও
সদস্য সচিব এনামুল হক লিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, অ্যাডিশনাল পিপি শামসুল ইসলাম, ড. আর কে ধর।