ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

যত্নে থাকুক শীতের পোশাক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২, ২০১৪ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

winter
লাইফস্টাইল ডেস্ক :
শীত মানে উল, লিলেন কিংবা পশমি কাপড়ের ছড়াছড়ি।এ সময় নানা রকমারি পোশাক পরতেই বেশি ভালো লাগে। কেউবা শীতের পোশাক কেনার পরিকল্পনা করছেন, আবার কেউ হয়তো তুলে রাখা শীতের পোশাকগুলো বের করার কথা ভাবছেন। ব্যবহারের উপযোগী করে তুলতে এসব পোশাকের চাই বিশেষ যত্ন। সঠিক উপায়ে যত্ন নিলে এগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে।
জেনে নিন কীভাবে যত্নে রাখবেন শীতের পোশাক:
ব্যবহারের আগে
* শীতের পোশাক ভালো করে রোদে শুকিয়ে নিন।
* উলের কাপড়, কোট এবং ব্লেজার আগে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে রোদে শুকান। তবে ব্লেজার বেশি রোদে না শুকানোই ভালো।
* শীত-পোশাক ধোয়ার জন্য কম ক্ষারযুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার করুন।
* কাপড় ধোয়ার পর পানি নিংড়ানোর জন্য কখনোই মোড়ানো ঠিক নয়। এতে কাপড়ের ক্ষতি হয়।
* কাশ্মীরি শাল ব্যবহারের আগে ড্রাইওয়াশ করে নিন।
* চাদর বা শাল ভাঁজ করে গোল করে মুড়িয়ে রাখুন।
* পশমি কাপড় ধোয়ার সময় পানিতে সাদা কাপড়ের জন্য লেবুর রস এবং রঙিন কাপড়ের জন্য ভিনেগার মিশিয়ে নিন। এতে কাপড়ের রং ভালো থাকবে।
* শীতে ব্যবহারের জন্য লেপ-কাঁথা রোদে দিন।
* রোদে দেওয়ার পর লেপ রোল করে রাখুন।
* কম্বলের আঁশে অনেকেই বিরক্ত হন। তাই পাতলা মিহি কাপড়ের কভার ব্যবহার করতে পারেন।
* কম্বলের রং অনেক সময় জ্বলে যায়, তাই লন্ড্রি থেকেই রং করিয়ে নিতে পারেন।

 

kapor_shit* কম্বল ঝাড়ার সময় লোমগুলো যেন না ওঠে সে জন্য নরম ব্রাশ ব্যবহার করুন।
ব্যবহারের পর
* শীতের কাপড় ব্যবহারের পর সঙ্গে সঙ্গেই আলমারিতে তুলবেন না। পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরই রাখবেন। এতে কাপড় ভালো থাকবে।
* শীতে লোশন, তেলজাতীয় জিনিসের ব্যবহার বেশি করা হয়। ফলে কাপড়ে এসবের দাগ বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝেমধ্যে কাপড় ড্রাইওয়াশ করান।
* ব্লেজার, কোট ইত্যাদি ভাঁজ করে রাখবেন না, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।