ডেস্ক রিপোর্ট :
শারীরিক অসুস্থতার কারণে খাওয়ার সময় যারা অনিচ্ছা স্বত্তেও হাত কাঁপার ফলে খাবার প্লেটের বাইরে ফেলে দেন তাদের সহায়তায় এগিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল।
রোববার এক খবরে এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি পারকিনসন্সের মতো অসুস্থতায় আক্রান্তদের সহায়তায় এমন যন্ত্র তৈরি করেছে, যা সাধারণ চামচকে ‘স্মার্ট চামচ’এ পরিণত করবে।
চামচে লিফটওয়্যার নামের এ যন্ত্র ব্যবহার করলে সেটি ব্যবহারকারীর হাতের কাঁপন পরিমাপ করে তাৎক্ষণিকভাবে সমন্বয় করে নিতে পারবে।
পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এ যন্ত্র ব্যবহারে চামচের কাঁপন ৭৬ শতাংশ কমে গেছে।
এ সম্পর্কে গুগলের মুখপয়াত্র ক্যাটেলিন জাব্বারি বলেন, আমরা মানুষকে সহায়তা করতে চাই। আশা করি, এ প্রযুক্তি দীর্ঘমেয়াদে অসুস্থ মানুষকে দৈনন্দিন জীবনে সহায়তা করবে।