নিজস্ব প্রতিবেদক :
ভারতীয় মাফিয়া নেতা দাউদ ইব্রাহীমের ঘনিষ্ঠ সহযোগী আবদুর রউফ দাউদ মার্চেন্টকে আদালতে নেয়া হয়েছে। তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
বুধবার দুপুর ১টায় তাকে সিএমএম আদালতে নেয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরু মিয়ার আদালতে রিমান্ড শুনানি হবে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর মঙ্গলবার ভোরে দাউদ মার্চেন্টকে ফের আটক করে ডিবি। আটকের পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। দাউদ জেল থেকে বের হয়ে সন্দেহজনকভাবে ঘোরাফরা করছিলেন বলে জানায় ডিবি পুলিশ।
দাউদ মার্চেন্ট দুবাইভিত্তিক ভারতীয় মাফিয়া নেতা দাউদ ইব্রাহীমের ঘনিষ্ঠ সহযোগী ও ভারতের গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
ভারত থেকে পালিয়ে ২০০২ সালে বাংলাদেশে এসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হন মার্চেন্ট। এরপর পাসপোর্ট আইনের মামলায় তিনি জেলে ছিলেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে। পাসপোর্ট আইনে একটি মামলাও হয়। এতদিন তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ১৯ নভ্ম্বের জামিনে বের হন তিনি।