নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, টিআইয়ের রিপোর্টের ভিত্তি কী, ঢালাওভাবে বললেই তো আর সবকিছু হয় না। টিআই যে রিপোর্ট প্রকাশ করেছে তার সঙ্গে দুদক একমত নয়।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘টিআইয়ের প্রতিবেদন সম্পর্কে প্রাথমিকভাবে আমরা যা জেনেছি তাতে এটাকে সঠিক মূল্যায়ন বলে মনে হচ্ছে না। আমরা এটা গ্রহনও করছি না, আবার প্রত্যাখান করছি না। সম্পূর্ণ প্রতিবেদন হাতে এলে বিচার-বিশ্লেষণ করে তখন জানাব। তবে এটুকু বলতে পারি যে, আমরা কাউকে কখনো ছাড় দিয়ে কথা বলি না।’
টিআইবির সঙ্গে আমরা এর আগে পদ্মাসেতুসহ হলমার্ক, ডেসটিনি, সোনালী ব্যাংক নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। এসব মামলায় এখনও অনেকে জেলে আছে। কিন্তু টিআইবি তাদের প্রতিবেদনে এসব ঘটনাকেও নেতিবাচকভাবে উপস্থাপন করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘দায়মুক্তি একটি নরমাল প্রসেস। কেউ শাস্তি পাচ্ছে আবার কেউ দায়মুক্তি পাচ্ছে। যে দোষী না তাকে কেন দুদক শাস্তি দিবে?’
বিগত বছরগুলিতে কমিশন যেভাবে কাজ করেছে তার চেয়ে এবছর কমিশন আরও মনোযোগ দিয়ে কাজ করেছে উল্লেখ করে দুদকের এ কমিশনার বলেন, ‘এর প্রমাণ হচ্ছে ক্ষমতাসীন দলের বা সরকারের কাউকেই আমরা ছাড় দেইনি। ইতোপূর্বে এমন ঘটনা দুদকে কখনো ঘটেনি। আগে দুদকে কাজ করেতে অনেক বাধা ছিলো, এখন আর সেই বাধা নেই। আমরা এখন কর্মচঞ্চল।