ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

১৮ ডিসেম্বর মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৪, ২০১৪ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

Musa
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ‘বিজনেস মোগল’ নামে পরিচিত ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিমশন (দুদক)। আগামী ১৮ ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী এ নোটিশ পাঠান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ নভ্ম্বের দুদকের নিয়মিত বৈঠকে মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। ওই বৈঠকে দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।

চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই ম্যাগাজিনে এ ব্যবসায়ীর জবানিতে তার জীবনযাত্রা, আর্থিক সামর্থ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়। ম্যাগাজিনে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় সাত বিলিয়ন ডলার (৫৩ হাজার ৯০০ কোটি টাকা প্রায়)।

প্রতিবেদনে মুসা বিন শমসেরের আয়, আয়ের উৎস, জীবনযাপনের কথা যেভাবে প্রকাশিত হয়েছে, তা দুদকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তাই এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ, মুসা বিন শমসের বাংলাদেশের ‘বিজনেস মোগল’ নামে পরিচিত। তাকে বলা হয় ‘প্রিন্স মুসা’। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বর্তমানে তিনিই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি।