নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পোরশা উপজেলা পরিষদের আমবাগান নামক স্থানে একই দিনে স্থানীয় বিএনপির দুই গ্রুপ কাউন্সিল সভার আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ দেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার স্থানীয় বিএনপি নেতা তবিবর রহমান শাহ কাইয়ুম শাহের আম বাগান নামক স্থনে একটি কাউন্সিল সভা করার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে একই স্থানে একই সময় সভা করার অনুমতি চান আবুল কাশেম নামে বিএনপির অপর এক নেতা।
একই স্থানে একই দিন দুই ব্যক্তি সভা করার অনুমতি চাওয়ায় তাদের দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফলে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোরশা উপজেলা এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ মোতায়েন করার নির্দেশ দেয়া হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রহমান জানান, রাতে ১৪৪ ধারা জারি করার আদেশ পাওয়ার পরই কাইয়ুম শাহের আম বাগান ও উপজেলা সদরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।