ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার বিএনপির প্রতিবাদ মিছিল

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৩, ২০১৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

bnp-logoনিজস্ব প্রতিবেদক

সারাদেশের মহানগর ও জেলা শহরে প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দল বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত করবে তারা।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ‘জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়া বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে হাজিরা দিতে গেলে সরকারের প্রত্যক্ষ মদদে পুলিশ অপেক্ষারত নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনা মিডিয়ায় ছড়িয়ে পড়লে বগুড়ায় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ বগুড়া বিএনপি অফিসে নেতাকর্মীদের আক্রমণ করে অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করে।’
এ ঘটনায় ঢাকা ও বগুড়ায় প্রায় ২৫ জনের অধিক নেতাকর্মী আহত ও ৪ জনকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন তিনি।
বকশিবাজার ও বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণের প্রতিবাদে ঢাকা বাদে সারাদেশের মহানগর ও জেলা শহরে প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।