নিজস্ব প্রতিবেদক :
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কাতে ৫০ হাজার মেট্টিক টন চাল রপ্তানি করেছি। এই প্রথমবারের মতো বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দাতা সংস্থা (ইউএসএআইডি) আয়োজিত ‘ ইনস্টিটিউশনালাইজেশন অব ফুড সেফটি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দু-এক সপ্তাহের মধ্যে ‘বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ’ গঠন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘একজন চেয়ারম্যান এবং ৪ সদস্য বিশিষ্ট এ কর্তৃপক্ষ ‘খাদ্য নিরাপত্তা আইন’ বাস্তবায়ন করবে। যা ২০১৩ সালের ১০ অক্টোবর প্রণয়ন করা হয়েছিল।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ গঠনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে। একইসঙ্গে সমন্নিত খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়নে সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যাতে পুষ্টিকর খাদ্য পায় তা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।’
তিনি বলেন, ‘এরই মধ্যে সহযোগী ১৩টা মন্ত্রণালয়কে নিয়ে বিরাট কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। এসব মন্ত্রণালয়কে অভিজ্ঞতা দিতেই আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’
খাদ্য সচিব মুসফিকা ইকফাতের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন- ইউএসএআইডি’র ইকোনমিক গ্রোথ অফিস ডিরেক্টর রমোনা ইল হামজায়োই, ফাওয়ের বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, খাদ্য মন্ত্রণালয়ের সাধারণ পরিচালক আতাউর রহমান প্রমুখ।