নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বারিধারায় ইয়াংশু (৩৪) নামের এক চীনা নাগরিককে অপহরণের চেষ্টাকালে মামুন হোসেন (৪৫) নামের এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। মামুন কেরাণীগঞ্জের সুভাঢ্যা এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে বলে জানা গেছে।
বুধবার রাতে বারিধারার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতাউর রহমান জানান, ইয়াংশুর বাসায় গিয়ে অপহরণকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। ইয়াংশু হুণ্ডি ব্যবসা করেন এই অভিযোগ তুলে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তার বাসার নিচে নামান। প্রাইভেটকারে তোলার আগে সেখানকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মামুনের সঙ্গে থাকা আরো ৩ জন প্রাইভেট কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে মামুনকে আটক করা হয়।
তিনি আরো জানান, মামুন কেরাণীগঞ্জের আলোচিত স্কুল ছাত্র পরাগ মণ্ডল অপহরণ মামলার অন্যতম আসামি। তাকে গ্রেপ্তারকালে তার গায়ে একটি বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে বলেও জানান তিনি।