নিজস্ব প্রতিবেদক :
অবৈধ সরকার পতনে বিজয়ের মাসে বেগম জিয়ার নেতৃত্বে জনগণকে আখেরি লড়াইয়ের ডাক দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত ঢাকার ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনসহ গুম হওয়া সবার সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশের বুক থেকে গত বছরের ৪ ডিসেম্বর সুমনসহ আটজন গুম হয়ে গেলো, ভাবতেই অবাক লাগে। তবে তাদেরকে ফিরে পাওয়ার দাবি নিয়ে স্বঘোষিত কোনো সাজানো সরকারের কাছে আসিনি। আমি আজ এই দাবি নিয়ে জনগণের কাছে এসেছি।’
শফিউল আলম প্রধান বলেন, ‘৫ জানুয়ারির সাজানো নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করে রেখেছে স্বৈরাচারী হাসিনা সরকার। এই স্বঘোষিত সরকারের গুম-খুন, জুলম, নির্যাতনে বাংলার মানুষ আজ অতিষ্ট। এই স্বাধীন দেশের মাথার উপর অবৈধ সরকার আর সহ্য করা যায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদার নেতৃত্বে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজয়ের মাসে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’
এ সময় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন, মানবাধিকার সংগঠক নূর খান লিটন প্রমুখ।