ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ কৃষককে সর্বশান্ত করেছে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৪, ২০১৪ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

Mahbubur Rahman
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘সরকার যা বলে তার বিরুদ্ধে কাজ করে। তারা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আওয়ামী সরকার নির্বাচনের আগে জনগণকে বলেছিল কৃষককে বিনামূল্যে বীজ, সারসহ কৃষি উপকরণ দেবে কিন্তু তারা দেয় নাই। বরং কৃষককে সর্বশান্ত করেছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না।’
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। কৃষক উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে এবং কৃষক ব্যবহৃত বীজ, সার, ডিজেল, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ মানববন্ধনের আয়োজন করে।
সরকারের সমালোচনা করে মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে এখন রাজনীতি,
অর্থনীতি, মানুষের বেঁচে থাকা সঙ্কট। সরকারের কাছে মানুষের মূল্য নেই। দেশে নির্বাচিত সরকার না থাকার কারণে গণতন্ত্র নেই। গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হচ্ছে।’
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষকদের ধ্বংস করে দেয়া হচ্ছে। কৃষকের উৎপাদিত পণ্যের দাম খুব কম। অথচ উৎপাদন উপকরণের মূল্য অনেক বেশি। কৃষকের উৎপদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে। অন্যথায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম মাস্টার প্রমুখ।